এমসি কলেজে শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয়েছে।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৫৬ অপরাহ্ণ

সিলেটের এমসি কলেজে শিক্ষার্থী মিজানুর রহমানকে মারধরের ঘটনায় রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীরা ঘটনার সাথে জড়িতদের শাস্তি দাবি করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সমাবেশে অংশগ্রহণ করে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচার দাবি করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন এবং সন্ত্রাসবিরোধী স্লোগান দেন। তারা বলেন, ছাত্রসংগঠনগুলো পেশিশক্তির ব্যবহার মেনে নেবে না। এমসি কলেজের ঘটনায় ছাত্রশিবিরের নাম উঠে আসলেও, তারা এই অভিযোগ অস্বীকার করেছে।
আপনার মতামত লিখুন