ভারত থেকে ৫০ হাজার টন চাল আনা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:০৫ অপরাহ্ণ
ভারত থেকে ৫০ হাজার টন চাল আনা হচ্ছে।

ভারত থেকে ৫০ হাজার টন নন-বাসমতি সেদ্ধ চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এটি খাদ্য অধিদপ্তরের আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ভারতীয় কোম্পানি বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেড সরবরাহ করবে। প্রতি টন চালের দাম হবে ৪৩৪.৫৫ মার্কিন ডলার, যার ফলে মোট ব্যয় হবে ২৬৫ কোটি ৮ লাখ টাকা। এই চাল আমদানির সিদ্ধান্ত ২০২৪-২৫ অর্থবছরের জন্য সরকারী জরুরি প্রয়োজন পূরণের অংশ হিসেবে নেওয়া হয়েছে। গত মাসে ভারতীয় চালের দাম কিছুটা কমেছে, তবে খাদ্য পরিস্থিতি বর্তমানে সহনীয় পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা।