বিএনপির জনসভায় আমান উল্লাহ আমান: শেখ হাসিনার বিরুদ্ধে কঠোর অভিযোগ, খালেদা জিয়ার সরকারের দাবি

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:১৩ অপরাহ্ণ
বিএনপির জনসভায় আমান উল্লাহ আমান: শেখ হাসিনার বিরুদ্ধে কঠোর অভিযোগ, খালেদা জিয়ার সরকারের দাবি

বৃহস্পতিবার বিকালে চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠে আয়োজিত বিএনপির জনসভায় দলের চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান শেখ হাসিনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। তিনি বলেন, “শেখ হাসিনা নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে ছয় মাস খালেদা জিয়াকে কারাবন্দি রেখে তাকে অসুস্থ বানিয়েছেন এবং ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যার দায়ে শেখ হাসিনা এবং তার সহযোগীদের ৫৭ বার ফাঁসি দেওয়া হবে।”

তিনি আরও দাবি করেন, “খুনি হাসিনার জায়গা বাংলাদেশে নেই। যদি তিনি দেশে আসার চিন্তা করেন, দেশের মানুষ তাকে জায়গা দেবে না।” আমান উল্লাহ আমান ভবিষ্যতে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সরকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন এবং দলের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এছাড়া, তিনি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলার অবনতিশীল পরিস্থিতি, গণতান্ত্রিক উত্তরণের জন্য নির্বাচনি রোডম্যাপ এবং ফ্যাসিবাদের নানা চক্রান্ত মোকাবিলার জন্য বিএনপির কঠোর পদক্ষেপের কথা উল্লেখ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু, সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ এবং অন্যান্য নেতৃবৃন্দ।