ইন্দোনেশিয়ায় ছাত্র আন্দোলনে পরিস্থিতি উত্তাল।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:২৩ অপরাহ্ণ
ইন্দোনেশিয়ায় ছাত্র আন্দোলনে পরিস্থিতি  উত্তাল।

ইন্দোনেশিয়ায় হাজার হাজার শিক্ষার্থী বিক্ষোভে অংশ নিয়েছেন। তারা বৃহস্পতিবার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর বাজেট কাটছাঁট এবং অন্যান্য নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন। শিক্ষার্থীরা এই পদক্ষেপকে ‘ডার্ক ইন্দোনেশিয়া’ হিসেবে চিহ্নিত করেছে এবং তাদের আশঙ্কা যে, এতে সামাজিক সহায়তা নীতি দুর্বল হয়ে পড়বে, যা তাদের ভবিষ্যত অনিশ্চিত করে তুলবে। প্রায় এক হাজার শিক্ষার্থী কালো কাপড়ে সজ্জিত হয়ে ইন্দোনেশিয়ার প্রধান শহর জোগজাকার্তায় প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে অংশ নিয়েছে এবং প্রেসিডেন্টের সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানিয়েছে।

এর আগে, চার মাস আগে নির্বাচনে জয়লাভ করে প্রেসিডেন্ট প্রাবোও ক্ষমতায় আসেন। এর পর থেকেই হাজার হাজার শিক্ষার্থী দেশের বিভিন্ন অঞ্চলে, including জাকার্তা, মেদান এবং সুমাত্রা দ্বীপে, বিক্ষোভ করছে। ‘ডার্ক ইন্দোনেশিয়া’ হ্যাশট্যাগটি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছে, যা বাজেট কাটছাঁট নিয়ে উদ্বেগ প্রকাশের একটি প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আরও একটি হ্যাশট্যাগ, ‘জাস্ট ইসকেপ ফার্স্ট’, শেয়ার করা হচ্ছে যেখানে বিদেশে কাজ বা বসবাসের পরামর্শ দেওয়া হচ্ছে।

জাকার্তার ছাত্রনেতা হেরিয়ান্তো বলেন, শিক্ষাখাতে বাজেট কাটা নিয়ে শিক্ষার্থীরা প্রতিবাদ করছে, কারণ প্রেসিডেন্ট প্রাবোও প্রায় ১৯ বিলিয়ন ডলার সঞ্চয়ের জন্য ব্যয় সংকোচনের নির্দেশ দিয়েছেন, যার মাধ্যমে তিনি তার নীতি বাস্তবায়ন করবেন, বিশেষ করে স্কুলের মধ্যাহ্নভোজ পরিকল্পনায়। হেরিয়ান্তো আরও বলেন, ইন্দোনেশিয়া বর্তমানে অন্ধকারে রয়েছে, কারণ অনেক নীতি তাদের কাছে অস্পষ্ট।