রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের সময় বিক্ষোভ, উত্তপ্ত শহীদ মিনার এলাকা

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৩২ পূর্বাহ্ণ
রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের সময় বিক্ষোভ, উত্তপ্ত শহীদ মিনার এলাকা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে তিনি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

রাষ্ট্রপতির আগমনের আগেই রাত ১২টার কিছুক্ষণ আগে তিনি শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছান, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ তাকে অভ্যর্থনা জানান। তবে রাষ্ট্রপতির শহীদ মিনারে প্রবেশের সঙ্গে সঙ্গেই নিরাপত্তা বলয়ের মধ্যেও শিক্ষার্থী ও সাধারণ জনতার একাংশ বিক্ষোভ শুরু করে। তারা ‘গো ব্যাক চুপ্পু’ শ্লোগান দিয়ে তার পদত্যাগের দাবি তোলে।

বিক্ষোভকারীদের অভিযোগ, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সরকারকে অবৈধভাবে বৈধতা দিয়েছেন এবং জুলাই গণহত্যার জন্য তিনি দায়ী। বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ বলেন, “চুপ্পুর সামনে পদত্যাগ করে বিচারের মুখোমুখি হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তিনি ২০২৪ সালের নির্বাচনের প্রহসনকে বৈধতা দিয়ে গণহত্যার সুযোগ তৈরি করেছেন।”

এর আগে বিপ্লবী ছাত্র পরিষদ একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতির শহীদ মিনারে আগমন প্রতিহত করার ঘোষণা দেয় এবং কালো পতাকা মিছিল বের করে। তবে বিক্ষোভ পরিস্থিতির মধ্যেও রাষ্ট্রপতি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনার এলাকা ত্যাগ করেন।

রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস এবং প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর উপদেষ্টা পরিষদের সদস্যরা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা এবং তিন বাহিনীর প্রধানগণ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।