নির্বাচন ও বিচার প্রসঙ্গে জামায়াতের অবস্থান

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:২৬ অপরাহ্ণ
নির্বাচন ও বিচার প্রসঙ্গে জামায়াতের অবস্থান

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, মানবতাবিরোধী ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার অবিলম্বে শুরু করতে হবে এবং এটি ভোটের আগেই শুরু করা উচিত। শুক্রবার বিকেলে খুলনার ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, যেই ট্রাইব্যুনালে মিথ্যা ও সাজানো মামলায় জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে, সেই একই ট্রাইব্যুনালেই শেখ হাসিনার বিচার হতে হবে। তার মতে, শেখ হাসিনার আমলে পরিচালিত ট্রাইব্যুনালে যেভাবে বিচার করা হয়েছে, এবার সত্যিকারের বিচার হলে তিনিও শাস্তি পাবেন।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, অনেকে দ্রুত নির্বাচন চায়, তবে নির্বাচন সুষ্ঠু করতে আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সংস্কার জরুরি। দেশের মানুষ আগের মতো আর ভোট ডাকাতি মেনে নেবে না। তাই এত তাড়াহুড়োর প্রয়োজন নেই।

তিনি আরও বলেন, গত ৫৩ বছরে দেশের মানুষ বিভিন্ন সরকারের শাসন দেখেছে, এখন তাদের জামায়াতের শাসন দেখা বাকি। নতুন বাংলাদেশ গঠনের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে জামায়াত সহযোগিতা করতে চায়। তবে তিনি মনে করেন, নির্বাচন দেওয়ার আগে বিগত ১৫ বছরের সমস্যাগুলো পরিষ্কার করতে হবে। জনগণ আর ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের মতো ভোট দেখতে চায় না। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশ ভোটের অধিকার হরণ করেছে বলেও তিনি অভিযোগ করেন।

সমাবেশ থেকে জামায়াতে ইসলামীর প্রতীক ও নিবন্ধন দ্রুত ফেরত দেওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিও করা হয়।

ফুলতলা ইউনিয়ন আমির মাস্টার মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, খুলনা জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম ও অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস প্রমুখ।