রংপুরে ৫ দফা দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি: সড়ক অবরোধ ও তীব্র যানজট

রংপুরে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ৫ দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে সড়ক অবরোধ করে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করেছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রংপুর মেডিকেল কলেজ গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে শহীদ মুখতার ইলাহী চত্বরে (মেডিকেল মোড়) সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে নগরীর কয়েকটি সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।
এই কর্মসূচিতে রংপুর মেডিকেল কলেজ ছাড়াও রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ, প্রাইম মেডিকেল কলেজ, রংপুর আর্মি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। শিক্ষার্থীরা জানান, তাদের ৫ দফা দাবির মধ্যে রয়েছে—এমবিবিএস/বিডিএস ব্যতীত কেউ চিকিৎসক লিখতে না পারা, বিএমডিসির নিবন্ধন শুধু এমবিবিএস/বিডিএস ডিগ্রিধারীদের দেওয়ার দাবি, স্বাস্থ্য খাতে চিকিৎসক সংকট নিরসনে ১০ হাজার চিকিৎসক নিয়োগের দাবি, সব মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুল ও মানহীন মেডিকেল কলেজগুলো বন্ধ করা এবং চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন।
শিক্ষার্থীদের দাবিগুলো তুলে ধরে বক্তব্য দেন রংপুর মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক ডা. মাহফুজুর রহমান, প্রাইম মেডিকেল কলেজের ডা. আবির আহমেদ, কমিউনিটি মেডিকেল কলেজের ডা. মো. রাশিদ সাবাব, আর্মি মেডিকেল কলেজের ডা. নাহিদ আল হাসান এবং অন্যান্য শিক্ষার্থীরা। কর্মসূচিতে অংশগ্রহণ করেন প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী।
আপনার মতামত লিখুন