সাবেক ওসি আরশাদসহ তিনজনের তদন্ত প্রতিবেদন ২২ এপ্রিলের মধ্যে দাখিলের নির্দেশ।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৪৯ পূর্বাহ্ণ
সাবেক ওসি আরশাদসহ তিনজনের তদন্ত প্রতিবেদন ২২ এপ্রিলের মধ্যে দাখিলের নির্দেশ।

জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় শাহবাগ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অপারেশন) মোহাম্মদ আরশাদ হোসেনসহ তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দুই মাস সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আগামী ২২ এপ্রিল প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ রোববার এই আদেশ দেন।

অপর দুই পুলিশ সদস্য হলেন কনস্টেবল সুজন হোসেন এবং ইমাজ হোসেন প্রামাণিক। তাঁদেরও আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশনের সময় চাওয়ার পর ট্রাইব্যুনাল তা মঞ্জুর করে।

এছাড়া, আরশাদ হোসেনকে ২ মার্চ, ইমাজ হোসেনকে ৩ মার্চ এবং এসআই চঞ্চল কুমার সরকারকে ২৭ ফেব্রুয়ারি একদিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল।