নওগাঁয় সড়কে গাছ ফেলে বাস ও মাইক্রোবাসে ডাকাতি ।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৫৩ পূর্বাহ্ণ

নওগাঁর পত্নীতলায় সড়কে গাছ ফেলে একটি বাস ও মাইক্রোবাসে ডাকাতি হয়েছে। রাত পৌনে ১২টার দিকে নজিপুর-সাপাহার সড়কের মানাষী ও করমজাইয়ের মধ্যে এ ঘটনা ঘটে। ডাকাতেরা অস্ত্রের মুখে যাত্রীদের কাছ থেকে তিন লাখ টাকার মালামাল লুট করে। বিআরটিসির বাসের সুপারভাইজার রতন কুমার সাহা জানান, বাসটি রাজশাহী থেকে ছেড়ে এসে সড়কে গাছ ফেলে বাধা দেওয়ার পর ডাকাতেরা বাসে ঢুকে লুটপাট করে। পেছনে থাকা মাইক্রোবাসেও ডাকাতি চালানো হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়, তবে ডাকাতেরা পালিয়ে যেতে সক্ষম হয়।
আপনার মতামত লিখুন