চিফ প্রসিকিউটর জানান, হাসিনা হাসপাতাল পরিদর্শনকালে ‘কোনো চিকিৎসা, কোনো ছুটি নেই’ নির্দেশ দেন।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:০১ পূর্বাহ্ণ

চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম জানিয়েছেন, স্বৈরাচার শেখ হাসিনা পঙ্গু হাসপাতালে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে ‘নো ট্রিটমেন্ট, নো রিলিজ’ নির্দেশ দিয়েছিলেন। তিনি আরও বলেন, হাসপাতালে উপস্থিত রোগী এবং চিকিৎসকরা এই নির্দেশের কথা নিশ্চিত করেছেন এবং এ বিষয়ে প্রমাণ তারা আদালতে উপস্থাপন করেছেন।
তিনি জানান, ৭১ জন শহীদদের মৃতদেহের সুরতহাল বা পোস্টমর্টেম রিপোর্ট তৈরি না করার কারণ ছিল, প্রশাসনের নির্দেশে দ্রুত মৃতদেহ দাফন করতে বাধ্য করা হয়েছিল। এই ঘটনা মানবতাবিরোধী অপরাধের এক সুস্পষ্ট প্রমাণ এবং এটি শেখ হাসিনার অত্যাচারের চিত্র তুলে ধরে।
আপনার মতামত লিখুন