ইউক্রেনে স্টারলিংক বন্ধের গুঞ্জন ‘মিথ্যা’, রয়টার্সকে অভিযুক্ত করলেন ইলন মাস্ক

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ২:২৬ অপরাহ্ণ
ইউক্রেনে স্টারলিংক বন্ধের গুঞ্জন ‘মিথ্যা’, রয়টার্সকে অভিযুক্ত করলেন ইলন মাস্ক

মার্কিন ধনকুবের ইলন মাস্ক ইউক্রেনে স্টারলিংক ইন্টারনেট বন্ধের পরিকল্পনা নিয়ে রয়টার্স-এর প্রতিবেদনের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি এক্স-পোস্টে লিখেছেন, “এটা মিথ্যা। রয়টার্স মিথ্যা বলছে।”

আরটি-এর প্রতিবেদনে বলা হয়েছে, রয়টার্স মার্কিন কর্মকর্তাদের বরাতে দাবি করেছে, কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ও ডোনাল্ড ট্রাম্পের দূত কিথ কেলোগের বৈঠকে একটি ‘মৃত্তিকা চুক্তি’ নিয়ে আলোচনা হয়। চুক্তিটি না হলে স্টারলিংক পরিষেবা বন্ধের হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করা হয়।

তবে মাস্ক এই দাবিকে সরাসরি বানোয়াট বলে উড়িয়ে দিয়ে বলেন, “রয়টার্স উত্তরাধিকার সূত্রে সংবাদ মিথ্যাবাদী হিসেবে অ্যাসোসিয়েটেড প্রেস (AP)-এর পরেই দ্বিতীয় স্থানে রয়েছে।”

২০২২ সালে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনীয় বাহিনীকে ইন্টারনেট সেবা দিচ্ছে মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স। এখন পর্যন্ত কিয়েভে ৪০ হাজারেরও বেশি স্টারলিংক স্যাটেলাইট টার্মিনাল সরবরাহ করা হয়েছে, যা সামরিক বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম হয়ে উঠেছে।