আজ থেকে বিএনপির সদস্য নবায়ন কার্যক্রম শুরু হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৪:২৫ অপরাহ্ণ
আজ থেকে বিএনপির সদস্য নবায়ন কার্যক্রম শুরু হচ্ছে।

আজ থেকে বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়ন কার্যক্রম শুরু হচ্ছে। বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হবে।

রবিবার (১৯ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার বিকেল ৪টায় বিএনপির গুলশান কার্যালয়ে দলের ‘প্রাথমিক সদস্যপদ নবায়ন’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেবেন।

বিএনপির সদস্য নবায়ন কার্যক্রম শুরু আজ