বিএনপি এবং বৈষম্যবিরোধী ছাত্রনেতাসহ ২২ জন আগামীকাল চীন সফরে যাচ্ছেন।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৪৬ অপরাহ্ণ

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপিসহ আটটি রাজনৈতিক দলের নেতারা আগামীকাল, সোমবার, চীন সফরে যাচ্ছেন। সফরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির চারজন নেতা অংশ নেবেন। সূত্রে জানা গেছে, প্রতিনিধি দলটি আগামীকাল রাত ১১টা ১৫ মিনিটে ঢাকা শাহজালাল বিমানবন্দর থেকে চীনের উদ্দেশে রওনা হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান নেতৃত্ব দেবেন। সফরে বিএনপির পাঁচজন নেতা ছাড়াও নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলনসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা অংশ নেবেন। এছাড়া দুজন সাংবাদিক এবং কয়েকজন বিশিষ্ট ব্যক্তি এই সফরে উপস্থিত থাকবেন। বিএনপির পক্ষ থেকে ভিআইপি পার্কিংয়ে প্রবেশ এবং লাউঞ্জ ব্যবহারের জন্য বিমানবন্দরের কর্তৃপক্ষকে একটি চিঠি পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন