নাহিদ ইসলাম জানিয়েছেন, তিনি এখনও পদত্যাগ করেননি।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৫৫ অপরাহ্ণ
নাহিদ ইসলাম জানিয়েছেন, তিনি এখনও পদত্যাগ করেননি।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম জানান, তিনি এখনও পদত্যাগ করেননি। আজ রোববার সন্ধ্যায় একটি খবর ছড়ায় যে, তিনি নতুন রাজনৈতিক দলের অংশ হতে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন। তবে, এ বিষয়ে তিনি প্রথম আলোকে বলেন, ‘এটা একটি গুজব, আমি এখনও পদত্যাগ করিনি।’

তিনি বর্তমানে তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে আছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি একটি নতুন রাজনৈতিক দল গঠন করছে, যার নেতৃত্বে নাহিদ ইসলাম থাকবেন, এমন গুঞ্জন রয়েছে। ফলে, তার পদত্যাগের আলোচনা চলছে। নতুন রাজনৈতিক দলটি ২৬ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করবে বলে জানা গেছে।

নাহিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের ছাত্র। ২০১৬-১৭ শিক্ষাবর্ষে তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে পরিচিতি লাভ করেন।