কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা বহিষ্কার।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:০২ অপরাহ্ণ
কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা বহিষ্কার।

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমারখালী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. রিপন হোসেনকে সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কার করা হয়েছে। কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক ও সদস্যসচিবের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। রিপন হোসেনের বিরুদ্ধে জুলাইয়ের চেতনা পরিপন্থী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। তিনি বহিষ্কারের সিদ্ধান্তকে ষড়যন্ত্রমূলক দাবি করে অভিযোগের পুনরায় তদন্তের অনুরোধ করেন। কুষ্টিয়া জেলা শাখার সদস্যসচিব মোস্তাফিজুর রহমান জানান, বিধবা ভাতা চাওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে বহিষ্কার করা হয়েছে।