নারী নির্যাতনের প্রতিবাদে ইডেন কলেজে মশাল মিছিল

দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, শ্লীলতাহানি ও নারী নির্যাতনের প্রতিবাদে ইডেন কলেজের ছাত্রীরা মশাল মিছিল করেছেন। রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর ইডেন কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত এ মিছিলে অংশগ্রহণকারীরা ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান।
মিছিলে শিক্ষার্থীরা নারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যৌন সহিংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। তারা বলেন, অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত না করলে সমাজে এমন ঘটনা বারবার ঘটতে থাকবে। প্রতিবাদের অংশ হিসেবে মশাল হাতে নিয়ে তারা ক্যাম্পাস প্রদক্ষিণ করেন এবং বিভিন্ন স্লোগান দেন।
শিক্ষার্থীরা আরও বলেন, ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধে শুধু আইনি ব্যবস্থাই যথেষ্ট নয়, সামাজিকভাবে সচেতনতা বাড়ানো এবং নৈতিক শিক্ষার প্রসার ঘটানো জরুরি। মশাল মিছিলের মাধ্যমে তারা সরকারের প্রতি কঠোর আইন প্রয়োগের পাশাপাশি নারীদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
আপনার মতামত লিখুন