স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যক্রম নিয়ে প্রশ্ন তুললেন লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন লেখক, ব্লগার ও বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য। তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা হলে যেসব পদক্ষেপ নিতেন, তাও তুলে ধরেছেন।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে মন্তব্য করেন।
পোস্টে পিনাকী লেখেন, “স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি কয়টা থানায় ভিজিট করেছেন? কয়বার বাহিনীর সদস্যদের সঙ্গে মাঠে গিয়ে দেখা করেছেন? তাদের ক্যান্টিনে খেয়েছেন? পরিবারের খবর নিয়েছেন? বাহিনীর সদস্যরা যেন বোঝে, আপনি তাদের প্রতি পিতৃসুলভ নেতৃত্ব দিচ্ছেন—সেটা কি নিশ্চিত করেছেন?”
তিনি আরও বলেন, “গভীর রাতে প্রেস কনফারেন্স ডেকে আলগা সিরিয়াসনেস না দেখিয়ে, যদি সেই রাতেই টহল দলের সঙ্গে ঢাকার বিভিন্ন এলাকায় যেতেন, তাহলে পরিস্থিতি বদলে যেত।”
পিনাকী আরও উল্লেখ করেন, “আমি স্বরাষ্ট্র উপদেষ্টা হলে, গাড়ি ভর্তি খাবার ও পানীয় নিয়ে প্রতিটি টহল দলের সঙ্গে দেখা করতাম, তাদের উৎসাহ দিতাম। সারারাত ঢাকার রাস্তায় ঘুরতাম, নাগরিকদের সাহস দিতাম। ফজরের নামাজের সময় মসজিদের সামনে দাঁড়িয়ে মুসল্লিদের সঙ্গে কথা বলতাম। যতদিন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হয়, ততদিন আমি ঘুমাতাম না।”
সবশেষে তিনি বলেন, “মাঠে থেকে নেতৃত্ব দিতে হয়রে ভাই।”
আপনার মতামত লিখুন