ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভের পর জরুরি সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ২:৩৯ পূর্বাহ্ণ
ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভের পর জরুরি সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘ব্যর্থতার’ অভিযোগ তুলে রোববার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন। এর কিছুক্ষণ পর রাত ৩টার দিকে জরুরি সংবাদ সম্মেলনে আসেন উপদেষ্টা।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক তার পদত্যাগের দাবির বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, “আমার পদত্যাগের দাবি তো আজই প্রথম না। তারা যে কারণে আমার পদত্যাগ দাবি করে, আমি যদি সে বিষয়গুলো উন্নতি করে দিতে পারি, তাহলে তো আর পদত্যাগের প্রশ্ন থাকছে না।”

রাজধানীর বারিধারায় নিজ বাসভবনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “যারা আমার পদত্যাগ চাইছেন, তারা মূলত চান আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। আমি সে ব্যবস্থাই নিচ্ছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক উন্নত হয়েছে এবং এটি আরও উন্নত হতে থাকবে।”