আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সন্ধ্যার পর থেকেই তৎপরতা বাড়বে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকাসহ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে বিভিন্ন সংগঠন, নাগরিক ও প্ল্যাটফর্ম সরব হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিও উঠছে। তবে তিনি জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে আইনশৃঙ্খলা বাহিনী আজ সন্ধ্যার পর থেকেই জোরালো তৎপরতা শুরু করবে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তিনি দাবি করেন, “স্বাধীনতার ৫৩ বছরে কখনো সংবাদমাধ্যমে লেখা হয়নি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। বরং পরিস্থিতি আগের মতোই রয়েছে। আমি বলব, বর্তমান পরিস্থিতি সন্তোষজনক, তবে আরও উন্নতির প্রয়োজন আছে।”
তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে বাহিনীগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। “আজ সন্ধ্যার পর থেকেই এর ফলাফল দেখা যাবে। অপরাধ দমনে ‘ডেভিল হান্ট অপারেশন’ পরিচালিত হবে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হবে,” বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
সম্প্রতি বনশ্রীতে ঘটে যাওয়া ঘটনার উদাহরণ টেনে তিনি বলেন, “আগে এমন ঘটনা জানতে দুদিন সময় লাগত, এখন সঙ্গে সঙ্গেই খবর পাওয়া যাচ্ছে। ছোটখাটো অপরাধ আগে যেমন ঘটত, এখনও তেমনই ঘটছে। তবে ভবিষ্যতে যেন এসব না ঘটে, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। আমরা চাই না, এমন একটি ঘটনাও ঘটুক।”
আইনশৃঙ্খলা বাহিনী কী ধরনের নির্দেশনা পেয়েছে—এই প্রশ্নের জবাবে তিনি বলেন, “আজ রাত থেকেই বাহিনীগুলোর তৎপরতা অনেক বেড়ে যাবে। মানুষ যাতে দ্রুত নিরাপত্তার উন্নতি টের পায়, সে জন্যই আজকের আইনশৃঙ্খলা কমিটির বৈঠক করা হয়েছে। নির্দেশনা দেওয়া হয়েছে, তারা যেন সন্ধ্যার পর থেকেই কাজ শুরু করে।”
আপনার মতামত লিখুন