ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে সিদ্ধান্ত নিতে হবে উভয় পক্ষকেই: পররাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৫৮ অপরাহ্ণ
ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে সিদ্ধান্ত নিতে হবে উভয় পক্ষকেই: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্যের জবাবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ভারতকেও সিদ্ধান্ত নিতে হবে তারা বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায়। সোমবার (২৪ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “উনি (জয়শঙ্কর) বলেছেন, বাংলাদেশ কী ধরনের সম্পর্ক চায়, সেটা বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে। নিশ্চয়ই বাংলাদেশ সিদ্ধান্ত নেবে। একইভাবে ভারতকেও সিদ্ধান্ত নিতে হবে, তারা বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায়। এটা দুই পক্ষের ব্যাপার।”

রবিবার দিল্লিতে জয়শঙ্কর বলেছিলেন, ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে বাংলাদেশের মনস্থির করা দরকার। এর প্রতিক্রিয়ায় পররাষ্ট্র উপদেষ্টা জানান, বাংলাদেশের অবস্থান স্পষ্ট—ঢাকা চায় পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে একটি কার্যকর ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। তিনি আরও বলেন, “আমাদের কোনো অস্পষ্টতা নেই, আমরা গুড ওয়ার্কিং রিলেশনস চাই।”

তবে জয়শঙ্করের মন্তব্যে সরকারের ভেতর থেকে কেউ আপত্তিকর কথা বলছে বলে যে ইঙ্গিত দেওয়া হয়েছে, সে প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “আমি উচিত-অনুচিত বিচার করতে চাই না, কিন্তু যেমন ওনাদের পক্ষ থেকেও কিছু মন্তব্য এসেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পারলে জাতিসংঘ ফোর্স পাঠিয়ে দেন, ওনাদের এক কেন্দ্রীয় মন্ত্রী অহরহ বাংলাদেশবিরোধী বক্তব্য দিচ্ছেন।”

ভারতে অবস্থানরত শেখ হাসিনার বক্তব্য সম্পর্কের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করে তিনি বলেন, “প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতীয় আতিথেয়তার মধ্যে থেকে কিছু কথা বলেছেন, যা আসলে সম্পর্কের জন্য ভালো নয়। এটা আগুনে ঘি ঢালার মতো এবং এটা সবার জানা বিষয়।”

ভিসা নীতির বিষয়ে তিনি বলেন, “ভিসা দেওয়া-না দেওয়া ভারতের নিজস্ব অধিকার। যদি তারা না দেয়, তবে আমাদের বিকল্প পথ খুঁজতে হবে।”

সংখ্যালঘু নির্যাতনের অভিযোগের বিষয়ে তিনি বলেন, “ভারতীয় মিডিয়া এসব বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে, যা বিভিন্ন জায়গায় বলা হচ্ছে। কিন্তু বাংলাদেশের সংখ্যালঘুর বিষয়টি ভারতের বিষয় হতে পারে না, এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।”