জাতিসংঘ মহাসচিব গুতেরেসের উদ্বেগ: পশ্চিম তীরে সহিংসতা ও গাজায় মানবাধিকার লঙ্ঘন

পশ্চিম তীরে ইসরায়েলের ক্রমবর্ধমান সহিংসতা এবং গাজায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। জেনেভায় মানবাধিকার কাউন্সিলের ৫৮তম অধিবেশনে বক্তৃতায় তিনি বলেন, “অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা ও অন্যান্য লঙ্ঘন, এবং নতুন করে ফিলিস্তিনি ভূমি সংযুক্তির আহ্বান আমাকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে।”
তিনি আরও বলেন, গাজায় অসহনীয় মৃত্যু ও ধ্বংসযজ্ঞের পর, এখন পশ্চিম তীরেও মানবাধিকার লঙ্ঘন আকাশচুম্বী হয়ে উঠেছে। মহাসচিব ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধবিরতিকে ‘অনিশ্চিত’ বলে উল্লেখ করে বলেন, “আমাদের যে কোনো মূল্যে শত্রুতা এড়াতে হবে, গাজার জনগণ ইতোমধ্যেই প্রচুর কষ্ট ভোগ করেছে।”
গুতেরেস বলেন, এখন সময় এসেছে একটি স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার, অবশিষ্ট বন্দিদের সম্মানজনক মুক্তি দেয়ার, দ্বি-রাষ্ট্র সমাধানের দিকে অপরিবর্তনীয় অগ্রগতি এবং দখলদারিত্বের অবসান ঘটিয়ে গাজাকে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ করে প্রতিষ্ঠিত করার।
আপনার মতামত লিখুন