ইসরায়েল-হামাস সংঘর্ষ: নেতানিয়াহুর যুদ্ধবিরতি চুক্তি পুনরায় ভঙ্গের হুমকি

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে লড়াই পুনরায় শুরু করার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজার ১৫ মাসের তাণ্ডবের পর যুদ্ধবিরতি চুক্তিটি নড়বড়ে হয়ে উঠেছে এবং অধিকৃত পশ্চিম তীরে নতুন করে ইসরায়েল অভিযান শুরু করেছে। নেতানিয়াহু বলেন, “আমরা যে কোনো মুহূর্তে তীব্র লড়াই শুরু করতে প্রস্তুত,” তিনি আরও বলেন, হামাসের অধিকাংশ সংগঠিত বাহিনীকে নির্মূল করা হলেও, যুদ্ধের উদ্দেশ্য পূরণ করতে আলোচনার মাধ্যমে বা অন্য কোনো উপায়ে তারা এগিয়ে যাবেন।
এই অবস্থায়, গত শনিবার হামাস ছয়জনকে মুক্তি দেয়ার পর ইসরায়েল গাজায় ‘অপমানজনক মুক্তি অনুষ্ঠান’ আয়োজনের অভিযোগ তোলে। এর ফলে, ইহুদিবাদি নেতানিয়াহু সরকার শতাধিক ফিলিস্তিনিকে মুক্তির পরিকল্পনা স্থগিত করে দেয়।
হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা বাসেম নাঈমও ফিলিস্তিনিদের মুক্তি পিছিয়ে দেয়ার জন্য সতর্ক করেছেন এবং তিনি যুদ্ধবিরতির মধ্যস্থতাকারীদের, বিশেষ করে আমেরিকানদের, প্রতি আহ্বান জানিয়েছেন যেন ইসরায়েলকে চুক্তি বাস্তবায়নের জন্য চাপ প্রয়োগ করা হয় এবং অবিলম্বে বন্দিদের মুক্তি দেয়া হয়।
যুদ্ধবিরতির সময় উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুললেও, এখনও পর্যন্ত যুদ্ধবিরতি বহাল রয়েছে। তবে, এই পরিস্থিতি যে কোনো সময় টানাপড়েনে পরিণত হতে পারে, তা নিয়ে চিন্তা বৃদ্ধি পাচ্ছে।
আপনার মতামত লিখুন