মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীবের ১৩ বছরের প্রেম পরিণয়ে

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ২:২৪ অপরাহ্ণ
মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীবের ১৩ বছরের প্রেম পরিণয়ে

অবশেষে ১৩ বছরের ভালোবাসার সম্পর্ককে বিয়েতে পরিণত করলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও প্রযোজক-পরিচালক আদনান আল রাজীব। ভালোবাসা দিবসের বিশেষ দিনে, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, তারা একে অপরের প্রতি আজীবনের সঙ্গী হওয়ার প্রতিশ্রুতি নিলেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের একাধিক ছবি শেয়ার করে মেহজাবীন তাদের প্রেমের শুরুর গল্প ভাগ করে নিয়েছেন। স্মৃতিচারণ করে তিনি লেখেন, ২০১২ সালের ৯ এপ্রিল প্রথমবার আদনানের সঙ্গে দেখা হয় তার। একটি শুটিং হাউসের টেরেস থেকে দাঁড়িয়ে থাকা অবস্থায় রাস্তা থেকে আদনান তাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। মাত্র ১৫ মিনিটের কথোপকথন ও একটি করমর্দনের মধ্য দিয়েই যেন হৃদয়ের টান অনুভব করেছিলেন তিনি। তখনই বুঝতে পেরেছিলেন, এটাই সেই মানুষ, যার সঙ্গে তার পথচলা হবে দীর্ঘ।

১৩ বছরের পথচলায় তারা একসঙ্গে বেড়ে উঠেছেন, জীবনের উঁচু-নিচু মুহূর্ত পার করেছেন এবং পরস্পরের পাশে থেকেছেন। মেহজাবীন লিখেছেন, “তারা বলে, সাত বছরের বন্ধুত্ব সারাজীবন স্থায়ী হয়— আমরা এর প্রায় দ্বিগুণ সময় একসঙ্গে কাটিয়েছি।” অবশেষে ভালোবাসার এই যাত্রাকে স্থায়ী বন্ধনে রূপ দিলেন তারা।

২০১৯ সালে ঢাকার একটি বিপণিবিতানে রাজীব ও মেহজাবীনের একসঙ্গে হাঁটার একটি ভিডিও ভাইরাল হলে তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়ায়। এরপর বিভিন্ন সময়ে তাদের একসঙ্গে দেখা গেলেও কখনোই তারা সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কথা বলেননি। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে এবার তারা নিজেই তাদের ভালোবাসার গল্প ও একসঙ্গে থাকার প্রতিশ্রুতির কথা প্রকাশ্যে আনলেন।

নবদম্পতি তাদের জীবনের নতুন অধ্যায় শুরুর মুহূর্তে সকলের ভালোবাসা ও দোয়া কামনা করেছেন, যেন তাদের পথচলা সুখ, শান্তি ও ভালোবাসায় ভরে থাকে।