হারুন অর রশিদের দাবি, রমজানের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুক অন্তর্বর্তীকালীন সরকার

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুন অর রশিদ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব ও কর্তব্য হচ্ছে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা করা। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, রমজানের মধ্যেই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হোক। নতুবা, রমজানের পরে বিএনপি আরও বৃহত্তর কর্মসূচি নিয়ে মাঠে নামবে।
রোববার (২৪ ফেব্রুয়ারি) গাইবান্ধা শহরের পৌর পার্কে জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হারুন অর রশিদ আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে যথেষ্ট বিতর্কের সৃষ্টি করেছে এবং এর উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চালাচ্ছেন, যা বাংলাদেশের জনগণ মেনে নেবে না। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তীব্র সমালোচনা করে বলেন, শেখ হাসিনা পালানোর মধ্য দিয়ে আওয়ামী লীগের নৌকাকে স্থায়ীভাবে ডুবিয়ে দিয়েছেন এবং সেই নৌকা আর কোনোদিন বাংলাদেশে জাগ্রত হবে না। হারুন আরও দাবি করেন, গত ১৫ বছর ধরে হাসিনা সরকার বাংলাদেশের মানুষের ওপর জুলুম-অন্যায়-অত্যাচার করেছে।
গণজমায়েতে হারুন অর রশিদের পাশাপাশি বক্তব্য রাখেন বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, কেন্দ্রীয় গ্রাম বিষয়ক সম্পাদক আনিছুজ্জমান খান বাবু, জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টুটুল প্রমুখ।
আপনার মতামত লিখুন