হাবিপ্রবি’র ৫ জন গ্রেপ্তার, বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের গাড়িবহরে হামলার ঘটনায়

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৪৪ অপরাহ্ণ
হাবিপ্রবি’র ৫ জন গ্রেপ্তার, বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের গাড়িবহরে হামলার ঘটনায়

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) চার প্রশাসনিক কর্মকর্তা ও এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলা এবং বিশ্ববিদ্যালয়ে নৈরাজ্য সৃষ্টির অভিযোগ রয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) গ্রেপ্তার হওয়া এই পাঁচজন হলেন ফিল্ড এক্সটেনশন অফিসার মো. রাব্বি শেখ, সেকশন অফিসার মো. ইলিয়াস কাঞ্চন, ফিল্ড এক্সটেনশন অফিসার শেখ শাহ আসাদুল্লাহ সালেহীন, প্রশাসনিক কর্মকর্তা মো. শাহ আলম এবং শিক্ষার্থী জোবায়ের হোসেন। তারা সবাই হাবিপ্রবি ছাত্রলীগের নেতাকর্মী এবং ২০২৪ সালের শুরুর দিকে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক পদে যোগদান করেছিলেন। তবে, তাদের নিয়োগ নিয়ে বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিতর্ক রয়েছে।

বিশ্ববিদ্যালয়ে জুলাই মাসের ছাত্র আন্দোলন এবং হলগুলোতে অস্ত্র রাখার অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়। কমিটি শতাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, গ্রেপ্তারকৃতরা শুধু বিশ্ববিদ্যালয়ে নৈরাজ্য সৃষ্টি করেছিল না, তারা মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায়ও অংশগ্রহণ করেছিল। উল্লেখযোগ্য, ২০২৩ সালের ১৭ অক্টোবর দিনাজপুরে বিএনপির মহাসমাবেশে যোগ দেওয়ার সময় মির্জা ফখরুলের গাড়িবহরে হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা।