আদালত পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ও পাঁচটি বিভাগের কমিশনারকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৩০ অপরাহ্ণ

হাইকোর্ট পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক এবং পাঁচ বিভাগীয় কমিশনারকে অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে আদালতের নির্দেশনা অনুসরণ না করার বিষয়ে ব্যাখ্যা দিতে ১৭ মার্চ আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। এর আগে, গত ২৯ জানুয়ারি হাইকোর্ট আরও তিন বিভাগীয় কমিশনার, তিন জেলা প্রশাসক এবং দুই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এই বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য আদালতে হাজির হতে বলেছিল। আদালত অবৈধ ইটভাটা উচ্ছেদে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে এবং প্রতিবেদন দাখিলের জন্য ১৭ মার্চ পর্যন্ত সময় দিয়েছে।
আপনার মতামত লিখুন