সিটিজেনস ব্যাংকের নতুন ডিএমডি হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আবদুল লতিফ।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৩৮ অপরাহ্ণ
সিটিজেনস ব্যাংকের নতুন ডিএমডি হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আবদুল লতিফ।

মো. আবদুল লতিফ সিটিজেনস ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে যোগ দিয়েছেন। এর আগে তিনি ব্যাংক এশিয়ার সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করেছেন। সিটিজেনস ব্যাংক আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, মো. আবদুল লতিফ ১৯৯৭ সালে ন্যাশনাল ব্যাংক লিমিটেডে প্রবেশনারি অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। দীর্ঘ ২৮ বছরের ক্যারিয়ারে তিনি প্রিমিয়ার ব্যাংক ও ব্যাংক এশিয়ায় বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখার প্রধান এবং জোনাল হেড হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে এমকম ডিগ্রি অর্জন করেছেন এবং দেশের ও বিদেশের বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেছেন।