অভিনেত্রী তমালিকা কর্মকার বিয়ে করেছেন, এবং এখন তার স্বামীর পরিচয় প্রকাশিত হয়েছে।
একসময়কার জনপ্রিয় অভিনেত্রী তমালিকা কর্মকার এখন আর পর্দায় দেখা যায় না। পাঁচ বছরেরও বেশি সময় ধরে তিনি যুক্তরাষ্ট্রে বাস করছেন, যদিও মাঝে মাঝে দেশে ফিরেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বেশ সক্রিয়, যেখানে নিজের জীবনের নানা ঘটনা শেয়ার করেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানা যায়, তমালিকা কর্মকার তার জীবনের একটি নতুন অধ্যায় শুরু করেছেন—তিনি বিয়ে করেছেন। এই খবরটি নিজেই ২০ জানুয়ারি সকালে একটি পোস্টে জানান অভিনেত্রী। সেখানে তিনি তার স্বামী প্রভীনের সঙ্গে একটি ছবি শেয়ার করে তাকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানান। এরপর একটি রিল ভিডিও প্রকাশ করেন, যেখানে তাদের একাধিক ছবি ছিল। প্রতিটি ছবিতেই তাদের মুখে ছিল হাসি এবং স্বামীর সঙ্গে তমালিকার সুখী মুহূর্তের চিত্র স্পষ্ট ছিল।
তবে তমালিকা কবে বিয়ে করেছেন, সে সম্পর্কে তিনি কিছু জানাননি। সকালে পোস্ট করা ছবিতে ভালোবাসার ইমোজি দিয়ে লিখেছিলেন, “শুভ বিবাহবার্ষিকী প্রভীন।” তমালিকার পোস্টে বিনোদন জগতের অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন, তাদের মধ্যে আছেন মাসুম রেজা, আঁখি আলমগীর, গোলাম ফরিদা ছন্দা, নাজনীন চুমকি, শারমীন জোহা শশী, শ্যামল মাওলা, হৃদি হক প্রমুখ। তমালিকাও অনেকের শুভকামনার উত্তর দিয়েছেন।
জানা গেছে, তমালিকা এবং প্রভীনের বিয়ে অনেক দিন আগের বিষয়। তমালিকার কাছের মানুষরা তাদের বিয়ের খবর জানতেন, তবে কেউই আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করেননি। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর তমালিকার প্রভীনের সঙ্গে পরিচয় হয়, এবং পরে তাদের সম্পর্ক প্রেমে পরিণত হয়ে বিয়েতে বদলায়।
আপনার মতামত লিখুন