আইন উপদেষ্টা বলেছেন, রাষ্ট্র সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা প্রয়োজন।

আইন উপদেষ্টা আসিফ নজরুল মন্তব্য করেছেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব এবং দলীয় স্বার্থের ঊর্ধ্বে কিছু চিন্তা করে না, এবং রাষ্ট্র সংস্কারের জন্য তাদের সদিচ্ছা থাকা উচিত। তিনি সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘রাষ্ট্র সংস্কারে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভাবনা ও প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৩ বছরে দেশের রাজনৈতিক দলগুলোসহ জনগণও নীরব থেকেছে এবং সামাজিক ও মানবিক বিষয়ে কেউ কথা বলেনি। রাষ্ট্রের মৌলিক সংস্কার, বিশেষ করে ১৯৭২ সালের সংবিধানে পরিবর্তন আনতে কোনো দল উদ্যোগী হয়নি। যদিও কিছু দল সংস্কার করেছে, তা তাদের নিজস্ব স্বার্থে এবং ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নের জন্য। এখন রাষ্ট্র ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনার প্রয়োজন, তবে তা দেশের সব রাজনৈতিক দল এবং জনগণের সম্মতি ও সদিচ্ছার সঙ্গে হতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সেমিনারে রিসোর্সপার্সন হিসেবে বক্তব্য রাখেন। সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান সভাপতিত্ব করেন এবং ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম ‘রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে সংস্কারের বিষয়ে শিক্ষার্থীদের মতামত’ বিষয়ক গবেষণা উপস্থাপন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐকমত্য কমিশনের সদস্য ড. ইফতেখারুজ্জামান ও ড. বদিউল আলম মজুমদার। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেমিনারে অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন