স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগের দাবিতে পদযাত্রা, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ এবং সারাদেশে ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে দাবি জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে পদযাত্রা শুরু করেছে একদল নারী শিক্ষার্থী। তারা স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে আল্টিমেটাম দিয়েছে। সোমবার দুপুর ১টায় ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে শহীদ মিনারে সমাবেশ শেষে তারা পদযাত্রা শুরু করেন। তবে পুলিশ তাদের টিএসসি থেকে দোয়েল চত্বর পর্যন্ত যেতে বাধা দেয়। পরে বিকাল ৪টায় আন্দোলনকারীদের পক্ষে এ আল্টিমেটাম দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আদ্রিতা রায়। তিনি বলেন, “আমরা গণঅভ্যুত্থানের অংশ, স্বরাষ্ট্র উপদেষ্টা তার দায়িত্বে ব্যর্থ, তাই কঠোর কর্মসূচি ছাড়া আর কোনো উপায় নেই।” শিক্ষার্থীরা আরও বলেন, “জুলাই অভ্যুত্থানে নারীরা সামনে থেকেও নিরাপত্তা নিশ্চিত হয়নি।” তারা জানান, যদি স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করেন, তবে মঙ্গলবার সন্ধ্যায় আবার মশাল মিছিল হবে।
আপনার মতামত লিখুন