আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য দায়বদ্ধতা অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে।

বাম গণতান্ত্রিক জোট এবং অন্যান্য বিভিন্ন সংগঠন দেশের খুন, ধর্ষণ, ছিনতাই, ডাকাতি ও মব সন্ত্রাসের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে। সোমবার পাঠানো এক বিবৃতিতে তারা উল্লেখ করেছে, বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ধর্ষণ, নির্যাতন, খুন, রাহাজানি, চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও মব সন্ত্রাস জনগণের নিরাপত্তাকে সংকটময় করে তুলেছে এবং এ ব্যাপারে সরকার সম্পূর্ণ দায়িত্বহীনতা ও ব্যর্থতা প্রদর্শন করেছে। তারা দাবি করেছে, এসব ঘটনার দায় অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে।
বাম গণতান্ত্রিক জোটের, সিপিবি, বাসদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি ও অন্যান্য সংগঠন এক বিবৃতিতে বলেন, ২৩ ফেব্রুয়ারি রাতের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ছিল দায়িত্বহীন এবং মিথ্যা, যা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের ব্যর্থতাকে চেপে ধরা ছাড়া কিছু নয়।
মানবাধিকার সংস্থা এমজেএফও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থার নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, তারা বারবার সরকারের কাছে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেছেন, কিন্তু কোনো উল্লেখযোগ্য উন্নতি হয়নি।
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি এবং বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রও নারীর প্রতি সহিংসতার জন্য সরকারের দায়বদ্ধতার দাবি জানিয়েছেন এবং দোষীদের শাস্তির পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি তুলেছেন।
আপনার মতামত লিখুন