প্রেস উইং জানিয়েছে, ‘৬৫ ঘণ্টায় ৭২ ধর্ষণ’ সংক্রান্ত তথ্য সঠিক নয়।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ণ

প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্ট-চেকিংয়ের মাধ্যমে জানিয়েছে, ‘গত ৬৫ ঘণ্টায় ৭২ ধর্ষণ’ শিরোনামে প্রকাশিত জাতীয় দৈনিকে প্রকাশিত খবরটি সঠিক নয়। এতে বলা হয়, সোমবার বিকাল সাড়ে ৩টায় প্রকাশিত এই প্রতিবেদনে একটি ফেসবুক পোস্টকে উৎস হিসেবে ব্যবহার করা হয়েছে, যেখানে পুরোনো খবরের স্ক্রিনশট দিয়ে ঘটনাগুলোকে ৬৫ ঘণ্টার মধ্যে ঘটেছে বলে দাবি করা হয়, যা সঠিক নয়। প্রেস উইং আরও জানায়, ধর্ষণের মতো গুরুতর অপরাধের বিষয়ে অতিরঞ্জিত তথ্য এবং ভুল পরিসংখ্যান প্রচার করা অযৌক্তিক ও অপ্রত্যাশিত, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। দেশের প্রতিটি ধর্ষণের ঘটনায় অপরাধীদের শাস্তির আওতায় আনার জন্য অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
আপনার মতামত লিখুন