তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগ, নতুন রাজনৈতিক যাত্রার ইঙ্গিত

তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন। আগামী ২৮ ফেব্রুয়ারি ঘোষিত হতে যাওয়া শিক্ষার্থীদের নতুন দলের আহ্বায়কের দায়িত্ব গ্রহণের জন্য তিনি জনতার কাতারে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে নাহিদ ইসলাম তার পদত্যাগপত্রে স্বাক্ষর করেন এবং তা আনুষ্ঠানিকভাবে জমা দেন। তার এই পদত্যাগের খবর জানাজানি হওয়ার পর থেকেই অনেকের আগ্রহের কেন্দ্রে রয়েছে সেই মুহূর্তের বিস্তারিত ঘটনা। সামাজিক যোগাযোগমাধ্যমেও সে সময়ের ছবি বা ভিডিও খোঁজার প্রবণতা দেখা গেছে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার সন্ধ্যায় দেওয়া এক স্ট্যাটাসে জানান, নাহিদ ইসলাম তার স্ত্রী, বাবা-মা ও ছোট ভাইকে সঙ্গে নিয়ে পদত্যাগপত্র জমা দেন। সে সময় প্রফেসর ইউনূস আবেগাপ্লুত হয়ে নাহিদকে জড়িয়ে ধরেন এবং তার পরিবারের সঙ্গে ছবি তোলেন। নাহিদের মা ছেলের জন্য ড. ইউনূসের কাছে দোয়া চান। এর আগে নাহিদ মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে মধ্যাহ্নভোজ করেন এবং একটি সংক্ষিপ্ত মন্ত্রিসভা বৈঠকে অংশ নেন।
প্রেস সচিব আরও জানান, নাহিদ ইসলামের রাজনৈতিক ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে। মাত্র ২৬ বছর বয়সেই তিনি স্বৈরাচারের বিরুদ্ধে গণজাগরণে নেতৃত্ব দিয়েছেন এবং আগামী কয়েক দশক দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সম্ভাবনা রয়েছে। তার মতে, একদিন হয়তো নাহিদ ইসলাম দেশের প্রধানমন্ত্রীও হতে পারেন।
উপদেষ্টা পরিষদের আরেক সদস্য আসিফ মাহমুদও নাহিদের পদত্যাগের প্রতিক্রিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন। তিনি ফেসবুকে দেওয়া এক পোস্টে লিখেছেন, “সহকর্মী, সহযোদ্ধার সঙ্গে সরকারে শেষ দিন। আগামীর যাত্রা শুভ হোক।”
আপনার মতামত লিখুন