সেনাপ্রধান বলেছেন, নিজেদের মধ্যে বিরোধ দেশ ও জাতির জন্য বিপদজনক।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:১৮ অপরাহ্ণ

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, যদি আমরা নিজেদের মধ্যে সংঘর্ষ ও হানাহানি করি, তবে তা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিপন্ন করতে পারে। তিনি আরও বলেন, আমরা সবাই শান্তিপূর্ণভাবে থাকতে চাই এবং দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। তিনি সবাইকে আহ্বান জানান, যাতে দেশ ও জাতির স্বার্থে একসাথে কাজ করা যায় এবং মতের ভিন্নতা সত্ত্বেও ঐক্য বজায় রাখা যায়।
তিনি আরও উল্লেখ করেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে নিজেদের মধ্যে সংঘর্ষ এবং অপরাধীরা এই পরিস্থিতির সুযোগ নিচ্ছে। সেনাপ্রধান বলেন, যদি সুশৃঙ্খলভাবে সবাই একসাথে কাজ করতে পারে, তবে দেশের সমস্যা মোকাবিলা করা সম্ভব হবে।
তিনি আশা প্রকাশ করেন যে, দেশ একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজিত করবে, এবং সকল নাগরিককে সহযোগিতা করার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন