ট্রাম্পের নির্দেশনার পরই ধরপাকড় শুরু, নিউইয়র্কে গ্রেপ্তার হলেন ৪ বাংলাদেশি।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৮:৩৫ অপরাহ্ণ
ট্রাম্পের নির্দেশনার পরই ধরপাকড় শুরু, নিউইয়র্কে গ্রেপ্তার হলেন ৪ বাংলাদেশি।

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাহী আদেশ জারি করেন। তার নির্দেশনা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে অবৈধ অভিবাসীদের ধরপাকড় শুরু করেছে সংশ্লিষ্ট সংস্থাগুলো। এর মধ্যে, নিউইয়র্কের ব্রুকলিন বরোর ফুলটন এলাকায় সাদা পোশাকে অভিযান চালিয়ে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস ইনফোর্সমেন্ট (আইস) চার বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে।

এই অভিযানের ফলে যুক্তরাষ্ট্রে বসবাসরত নথিপত্রহীন অবৈধ অভিবাসীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। জানা গেছে, ট্রাম্প শপথ নেওয়ার পর থেকে মঙ্গলবার পর্যন্ত অভিবাসন বিষয়ক শতাধিক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন, যার মধ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা রয়েছে। সন্দেহভাজন ব্যক্তিদের ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নিউইয়র্কে অভিবাসন নিয়ে কাজ করা আইন কর্মকর্তা খাদিজা মুনতাহা রুবা জানান, ব্রুকলিন বরোর ফুলটন এলাকা থেকে সাদাপোশাকে চার বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তারা আড্ডা দিচ্ছিলেন এবং সাদাপোশাক পরিহিত কর্মকর্তা তাদের পরিচয়পত্র চেয়েছিলেন। এক প্রতিবাদী ব্যক্তির যুক্তরাষ্ট্রের পঞ্চম সংশোধনী উল্লেখ করার পর তাকে গ্রেপ্তার করা হয়, আর বাকি তিনজনকে পরে গ্রেপ্তার করা হয়।

ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার সময় বলেছিলেন, সীমান্ত পার হয়ে অনুপ্রবেশকারী অপরাধে জড়িত হচ্ছেন, তাই সীমান্তে প্রবেশ বন্ধ করা হবে এবং অপরাধীদের বের করে দেওয়া হবে। এছাড়া, মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তার নির্বাহী আদেশের আওতায় অভিবাসীদের বৈধতা দেওয়ার একটি প্রকল্পও বন্ধ করা হয়েছে।

এছাড়া, ট্রাম্প জন্মসূত্রে নাগরিকত্বের বিধানও বাতিল করেছেন, যার ফলে এখন থেকে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া অবৈধ অভিবাসীদের সন্তানেরা নাগরিকত্ব পাবেন না। তবে, এই আদেশের বিরুদ্ধে ২৪টি রাজ্য ও শহরের কর্তৃপক্ষ মামলা করেছে।