নতুন দলের ঘোষণাকে স্বাগত জানাবে বিএনপি: মোয়াজ্জেম হোসেন আলাল

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, আগামী শুক্রবার নতুন একটি দলের ঘোষণা আসতে পারে, এবং বিএনপি তাদের স্বাগত জানাবে। তিনি জানান, বিএনপি তুচ্ছ করার মতো কোনো দল নয়। যারা বিএনপির সঙ্গে সংঘাতে আসতে চায়, তাদের উদ্দেশ্যে তিনি বলেন, “পাথরের সঙ্গে মাথা ঠুকলে পাথর ভাঙে না, বরং নিজের মাথাই ভেঙে যায়। তাই বিএনপির সঙ্গে ঠোকাঠুকি করতে আসবেন না।”
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে পটুয়াখালী শহরের শহীদ আলাউদ্দিন শিশু পার্ক মাঠে জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বৈষম্যবিরোধী ছাত্রদের উদ্দেশ্যে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, “জুলাই-আগস্ট অভ্যুত্থানে আপনারা আমাদের সঙ্গে ছিলেন, আমরা আপনাদের ধন্যবাদ জানাই। মানুষের কাছে যান, তারা আপনাদের বিবেচনায় নেবে।”
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি জানান, আগামী নির্বাচন বিএনপির জন্য কঠিন পরীক্ষা হতে যাচ্ছে। তিনি নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বলেন, “যখনই তারেক রহমান আন্দোলনের ডাক দেবেন, তখনই সেই আন্দোলনের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকুন।”
সমাবেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলার অবনতি, দ্রুত গণতন্ত্রে উত্তরণ, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, রাষ্ট্রে কথিত ফ্যাসিবাদের চক্রান্ত মোকাবিলাসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।
পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্ন মিয়ার সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশ সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি। সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারেফ হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, সহ দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন, সদস্য হাসান মামুন এবং সদস্য ইঞ্জিনিয়ার এ.কে.এম ফারুক আহমেদ তালুকদার।
আপনার মতামত লিখুন