ডিআর কঙ্গোতে এম২৩ গোষ্ঠীর হামলায় ৭ হাজারেরও বেশি নিহত

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৪৮ অপরাহ্ণ
ডিআর কঙ্গোতে এম২৩ গোষ্ঠীর হামলায় ৭ হাজারেরও বেশি নিহত

ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গোর (ডিআর কঙ্গো) প্রধানমন্ত্রী সোমবার জানিয়েছেন, রুয়ান্ডা সমর্থিত এম২৩ গোষ্ঠী দুটি গুরুত্বপূর্ণ শহর দখল করার পর থেকে কঙ্গোর পূর্বাঞ্চলে ৭ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। গত মাসে উত্তর কিভুর রাজধানী এবং গোমা শহর দখল করার পর, এম২৩ গোষ্ঠী এক সপ্তাহের মধ্যে দক্ষিণ কিভুর বুকাভু শহরও নিয়ন্ত্রণে নেয়।

প্রধানমন্ত্রী জুডিথ সুমিনওয়া তুলুকা জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলকে বলেছেন যে, জানুয়ারি থেকে এ পর্যন্ত ৭ হাজারেরও বেশি কঙ্গোলিয়ান নিহত হয়েছে, এবং এর মধ্যে আড়াই হাজার মৃতদেহ শনাক্ত না করেই সমাহিত করা হয়েছে। তিনি আরও জানান, দেড় হাজার মৃতদেহ এখনও মর্গে রয়েছে। তবে, তিনি মৃতদের মধ্যে বেশিরভাগই বেসামরিক নাগরিক বলে উল্লেখ করেন।

কঙ্গোর পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিস্থিতি বর্তমানে উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে, এবং এম২৩ গোষ্ঠীর তৎপরতা সংঘাতের নতুন মাত্রা তৈরি করেছে।