কানাডার নতুন ভিসা নীতি: সীমান্ত কর্মকর্তাদের আরও ক্ষমতা

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৫৯ অপরাহ্ণ
কানাডার নতুন ভিসা নীতি: সীমান্ত কর্মকর্তাদের আরও ক্ষমতা

সহজ ভিসা নীতির কারণে কানাডা আন্তর্জাতিক অভিবাসীদের কাছে জনপ্রিয় হলেও অতিরিক্ত অভিবাসী প্রবাহের কারণে দেশটি নানা পদক্ষেপ নিচ্ছে। সম্প্রতি, কানাডা ভিসা নীতিতে পরিবর্তন আনছে, যার ফলে সীমান্ত কর্মকর্তাদের আরও ক্ষমতা দেওয়া হয়েছে। নতুন নীতির আওতায়, সীমান্ত কর্মকর্তারা এখন ভিসা বাতিল এবং পরিবর্তন করতে পারবেন, সেই সঙ্গে শিক্ষার্থী ভিসা ও কাজের অনুমোদনও বাতিল করা যাবে।

কানাডায় প্রবেশের সময়, যদি কর্মকর্তাদের মনে হয় ভিসাধারী ব্যক্তি ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও দেশ ছাড়বেন না, তবে তারা সেই ভিসা বাতিল বা প্রত্যাখ্যান করতে পারবেন। এমনকি, কর্মকর্তারা প্রয়োজন মনে করলে শিক্ষার্থী ও কর্মীদের সীমান্ত থেকেই ফেরত পাঠাতে পারবেন।

এ নতুন নিয়ম চলতি মাস থেকেই কার্যকর হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই নীতি অভিবাসীদের মধ্যে অনিশ্চয়তা সৃষ্টি করবে এবং হাজার হাজার আন্তর্জাতিক কর্মী ও শিক্ষার্থী বিপদে পড়তে পারেন। গত বছরের নভেম্বরে, কানাডা স্টুডেন্ট ডাইরেক্ট স্ট্রিম ভিসা প্রোগ্রাম বন্ধ করে দিয়েছিল, যা অভিবাসন নিয়ন্ত্রণের আরও একটি পদক্ষেপ ছিল।