কাউকে ম্যানেজ না করাই সরকারের ব্যর্থতা: উপদেষ্টা আসিফ মাহমুদ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৪৮ অপরাহ্ণ
কাউকে ম্যানেজ না করাই সরকারের ব্যর্থতা: উপদেষ্টা আসিফ মাহমুদ

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বর্তমান সরকারের ব্যর্থতা হলো কাউকে ম্যানেজ না করে চলা।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

তিনি লিখেছেন, আওয়ামী পুনর্বাসনের এজেন্ডা বাস্তবায়নে আগ্রহী ডিপ স্টেট ও উত্তরপাড়া, কিংবা পার্শ্ববর্তী রাষ্ট্রের আধিপত্য বিস্তারের আকাঙ্ক্ষা— কোনোটিকেই এই সরকার এখন পর্যন্ত প্রশ্রয় দেয়নি। ফলে ভেতর ও বাইরে থেকে অসহযোগিতা অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, সরকার টিকে আছে জনগণের প্রত্যক্ষ সমর্থন ও সহযোগিতার ওপর। যতদিন জনগণের প্রতি আনুগত্য ও জনবান্ধব কাজ করার সৎ নিয়ত থাকবে, ততদিন জনগণ সরকারের পাশে থাকবে— এটাই প্রত্যাশা।