ঠাকুরগাঁওয়ে সাংবাদিক মামুন অর রশিদের ওপর হামলায় বিএনপি নেতা মো. জবায়দুর হক চৌধুরী বহিষ্কার

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৫৮ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে সাংবাদিক মামুন অর রশিদের ওপর হামলায় বিএনপি নেতা মো. জবায়দুর হক চৌধুরী বহিষ্কার

ঠাকুরগাঁওয়ে দৈনিক দেশবাংলার প্রতিনিধি সাংবাদিক মামুন অর রশিদের ওপর হামলার ঘটনায় বিএনপি নেতা মো. জবায়দুর হক চৌধুরীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিষ্কার আদেশ ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রুহিয়া থানাধীন আখানগর ইউনিয়ন শাখা সহসভাপতি মো. জবায়দুর হক চৌধুরীকে বিএনপির সব সাংগঠনিক পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। এই আদেশ কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে তাকে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে কোনও সাংগঠনিক সম্পর্ক না রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, ২৫ ফেব্রুয়ারি রাতে সদর উপজেলার আখানগর ইউনিয়নের কালিবাড়ি বাজারে সাংবাদিক মামুন অর রশিদের ওপর হামলা চালানো হয়, এবং হামলার নেতৃত্বে ছিলেন বিএনপি নেতা জবায়দুর হক চৌধুরী। বর্তমানে সাংবাদিক মামুন ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলার ঘটনায় তিনি রুহিয়া থানায় মামলা দায়ের করেছেন, এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন যে আসামিকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।