উপদেষ্টার দায়িত্ব পালনকালে আমি বা আমার পরিবারের কেউ জমি বা ফ্ল্যাট কেনেনি: নাহিদ ইসলাম

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করা মো. নাহিদ ইসলাম জানিয়েছেন, তাঁর বা তাঁর পরিবারের কোনো সদস্যের নামে দেশে কোথাও জমি বা ফ্ল্যাট নেই এবং কিনে নেওয়া হয়নি। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে কথা বলেন তিনি। এর আগে, মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন নাহিদ ইসলাম। তিনি জানিয়েছেন, নতুন রাজনৈতিক দলে যোগদানের জন্যই পদত্যাগ করেছেন। নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।
ফেসবুকে পোস্টে নাহিদ ইসলাম লেখেন, “উপদেষ্টা পদে যোগদানের আগে আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। ২১ আগস্ট উপদেষ্টা পদে দায়িত্ব পালন শুরু করার জন্য সোনালী ব্যাংকে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলি।” সেই অ্যাকাউন্টে ২১ আগস্ট ২০২৪ থেকে ২৬ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত লেনদেনের হিসাব জনগণের কাছে উপস্থাপন করেছেন তিনি। হিসাব অনুযায়ী, অ্যাকাউন্টে ১০,০৬,৮৮৬ টাকা জমা হয়েছে এবং ৯,৯৬,১৮৮ টাকা উত্তোলন করা হয়েছে। তিনি জানান, তাঁর একমাত্র সোনালী ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া অন্য কোনো অ্যাকাউন্ট নেই।
এছাড়া, তিনি আরো লিখেছেন, “উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে আমি বা আমার পরিবারের কেউ (স্ত্রী, মা, বাবা) বাংলাদেশের কোথাও জমি বা ফ্ল্যাট কেনেনি।” নাহিদ ইসলাম জানান, তাঁর একান্ত সচিবের ইসলামী ব্যাংকে ৩৬ হাজার ২৮ টাকা রয়েছে এবং তাঁর একান্ত সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর তাঁর বা তাঁর পরিবারের কেউ দেশে কোনো সম্পত্তি ক্রয় করেনি। নাহিদ ইসলাম তাঁর ব্যক্তিগত কর্মকর্তাদের সম্পত্তির স্বচ্ছ হিসাবও উন্মুক্ত করার জন্য প্রস্তুত।
আপনার মতামত লিখুন