ইরানের পারমাণবিক কর্মসূচি বিষয়ে মস্কো ও তেহরান একমত রয়েছে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:২৪ অপরাহ্ণ
ইরানের পারমাণবিক কর্মসূচি বিষয়ে মস্কো ও তেহরান একমত রয়েছে।

ইরান ও রাশিয়া পারমাণবিক কর্মসূচি নিয়ে একমত রয়েছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ মঙ্গলবার তেহরানে ইরানের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান। তিনি বলেন, দুই দেশ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে এক মত পোষণ করেছে এবং এর সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ২০১৫ সালে ইরান ও বিশ্বের ছয় শক্তিশালী দেশ একটি চুক্তি স্বাক্ষর করেছিল, তবে পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র ওই চুক্তি থেকে বেরিয়ে যায়। লাভরভ মন্তব্য করেন, চুক্তির সমস্যা এখনও কূটনৈতিক উপায়ে সমাধান সম্ভব।