আমিরাতে আফঈদাদের হার দিয়ে শুরু হলো তাদের অভিযান।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:২৬ অপরাহ্ণ
আমিরাতে আফঈদাদের হার দিয়ে শুরু হলো তাদের অভিযান।

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের প্রথমটিতে ৩-১ গোলে পরাজিত হয়েছে। আজ আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশন মাঠে দলের একমাত্র গোলটি করেন অধিনায়ক আফঈদা খন্দকার। আমিরাতের হয়ে দুটি গোল করেন জর্জিয়া এবং একটি গোল এলিজাবেথের। আগামী ২ মার্চ একই দলের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।

ম্যাচের শুরুতে বাংলাদেশ ৩-৪-৩ ফর্মেশনে খেলেছিল, যেখানে কোচ পিটার বাটলার মুনকি আক্তার, মোসাম্মত সুলতানা, এবং শাহেদা আক্তার রিপাকে আক্রমণভাগে রাখেন। গোলরক্ষক হিসেবে ছিলেন ইয়ারজান বেগম। প্রথমার্ধে বাংলাদেশ ২-১ গোলের ব্যবধানে পিছিয়ে পড়লেও আফঈদার পেনাল্টি গোলটি ছিল একমাত্র সাফল্য। দ্বিতীয়ার্ধে আক্রমণ করেও সমতা ফিরিয়ে আনার সুযোগ পায়নি বাংলাদেশ এবং উল্টো একটি গোল হজম করে।

কোচ বাটলার এ সফরে নতুন দল নিয়ে চ্যালেঞ্জের মধ্যে আছেন, কারণ গত জানুয়ারিতে সিনিয়র ফুটবলাররা বিদ্রোহ ঘোষণা করেছিলেন। তবে, ২০ ফেব্রুয়ারি ২৩ সদস্যের দল ঘোষণা করা হয়, যাদের মধ্যে অনেক নতুন মুখ রয়েছে। এই দুটি ম্যাচই এএফসি উইমেন্স এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি হিসেবে দেখছে বাংলাদেশ।