বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান জানিয়েছেন, ৫ আগস্টের অভ্যুত্থানের পেছনে তারেক রহমান ছিলেন প্রধান নায়ক।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৪১ অপরাহ্ণ
বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান জানিয়েছেন, ৫ আগস্টের অভ্যুত্থানের পেছনে তারেক রহমান ছিলেন প্রধান নায়ক।

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেছেন, ৫ আগস্টের ঐতিহাসিক অভ্যুত্থানের পেছনে তারেক রহমান ছিলেন মূল নায়ক। তিনি ছাত্রদল নেতাদের নির্দেশ দেন, “তোমরা ছাত্রদলের ব্যানারে আন্দোলন করবে না, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন করবে।” এই অভ্যুত্থান ছিল বিএনপি নেতাদের বিরুদ্ধে গুম, খুন, জেল, নির্যাতনের ফলস্বরূপ।

তিনি আরও বলেন, ছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠন করছে না, বরং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারা এমন উদ্যোগ নিয়েছেন, যারা বর্তমানে ছাত্র নন। ছাত্র আন্দোলন নিয়ে তিনি বলেন, রাজনীতি করতে হলে জনগণের কাছে যেতে হয়, শুধু উপঢৌকন বা বিলাসিতায় রাজনীতি করা সম্ভব নয়।

এই মন্তব্যগুলো তিনি আজ টাঙ্গাইলের সখীপুর সরকারি কলেজে এক নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন।