জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চাকরি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:২১ অপরাহ্ণ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চাকরি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী চাকরি মেলা সম্পন্ন হয়েছে। মেলায় ৩৫টি প্রতিষ্ঠান ২০০ এরও বেশি নতুন স্নাতক শিক্ষার্থীকে চাকরির আবেদন এবং ইন্টার্নশিপের সুযোগ প্রদান করেছে। বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাব এই মেলার আয়োজন করে। প্রথম দিন তিনটি ক্যারিয়ার সেশন ও একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. রেজাউল করিম। চাকরিপ্রার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে গিয়ে জীবনবৃত্তান্ত জমা দেন এবং কিছু প্রতিষ্ঠানে সাক্ষাৎকারও প্রদান করেন। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে প্রাণ–আরএফএল গ্রুপ, মেঘনা গ্রুপ, আবুল খায়ের গ্রুপ, অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড, ইস্পাহানি লিমিটেড, ইউএস-বাংলা এয়ারলাইনস এবং বিভিন্ন ব্যাংক ও পরামর্শক প্রতিষ্ঠান ছিল।