নতুন তথ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন মাহফুজ আলম।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৩৫ অপরাহ্ণ

মো. নাহিদ ইসলামের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ থেকে পদত্যাগের পর তার জায়গায় মো. মাহফুজ আলমকে নিয়োগ দেওয়া হয়েছে। মাহফুজ আলম এর আগে সরকারের দপ্তরবিহীন উপদেষ্টা ছিলেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপনে তার নিয়োগের কথা জানানো হয়। এর আগে, গত মঙ্গলবার নাহিদ ইসলাম পদত্যাগপত্র জমা দেন, যিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তার পদত্যাগের পর মাহফুজ আলমের নাম উঠে আসে এই দুই মন্ত্রণালয়ের দায়িত্বে আসার জন্য। মাহফুজ আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের স্নাতক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
আপনার মতামত লিখুন