রোহিঙ্গা সংকটের সমাধানে গুরুত্ব দেওয়ার আহ্বান জাতিসংঘের হাইকমিশনারের

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:০৮ অপরাহ্ণ
রোহিঙ্গা সংকটের সমাধানে গুরুত্ব দেওয়ার আহ্বান জাতিসংঘের হাইকমিশনারের

জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি বলেছেন, মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি জটিল আকার ধারণ করলেও রোহিঙ্গা সমস্যার সমাধানে গুরুত্ব দেওয়া জরুরি।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে এক বৈঠকের পর তিনি এ কথা বলেন।

ফিলিপ্পো গ্র্যান্ডি বাংলাদেশে রোহিঙ্গাদের দীর্ঘদিন ধরে আশ্রয় দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও বাংলাদেশ রোহিঙ্গাদের আতিথেয়তা দিয়ে যাচ্ছে, যা অত্যন্ত প্রশংসনীয়।”

তিনি আরও বলেন, “মিয়ানমারের পরিস্থিতি অত্যন্ত জটিল। সেখানে একাধিক সংঘাত চলছে। তবে আমাদের অবশ্যই একটি টেকসই সমাধানের জন্য কাজ করতে হবে।”

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে রোহিঙ্গা শরণার্থীদের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এই জটিল সংকট কীভাবে সামাল দেওয়া যায়, সে বিষয়েও মতবিনিময় হয়েছে।

রোহিঙ্গা সংকট নিয়ে চলতি বছর একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ প্রসঙ্গে হাইকমিশনার বলেন, “আগামী কয়েক মাসের মধ্যে একটি আন্তর্জাতিক সম্মেলন হবে, যেখানে ইউএনএইচসিআর-এর সমর্থন থাকবে। আমরা মিয়ানমারে সমস্যার সমাধানে গুরুত্ব দেওয়ার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছি।”