জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারকে ৩০ লাখ টাকা সহায়তা দেওয়া হবে

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:১১ অপরাহ্ণ
জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারকে ৩০ লাখ টাকা সহায়তা দেওয়া হবে

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার ৩০ লাখ টাকা করে আর্থিক সহায়তা পাবে। তবে চলতি (২০২৪-২৫) অর্থবছরে সঞ্চয়পত্রের মাধ্যমে ১০ লাখ টাকা দেওয়া হবে, আর বাকি ২০ লাখ টাকা পরবর্তী অর্থবছরে পরিশোধ করা হবে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

শফিকুল আলম আরও জানান, আহতদের তিনটি ক্যাটাগরিতে বিভক্ত করে সহায়তা দেওয়া হবে। ‘এ’ ক্যাটাগরিতে ৪৯৩ জন, ‘বি’ ক্যাটাগরিতে ৯০৮ জন এবং ‘সি’ ক্যাটাগরিতে ১০ হাজার ৬৪৮ জন রয়েছেন। এ ছাড়া, নিহতদের পরিবার এবং আহতদের নিয়মিত মাসিক ভাতা প্রদান করা হবে।

প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ উপস্থিত ছিলেন।