রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই প্রতিনিধি ‘গণতান্ত্রিক ছাত্রসংসদ’ থেকে পদত্যাগ করেছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই প্রতিনিধি, মেহেদী সজীব এবং সালাহউদ্দিন আম্মার, নতুন ছাত্রসংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টায় তারা ফেসবুকে একটি পোস্টে তাদের পদত্যাগের সিদ্ধান্ত জানান। তাঁরা ঢাকা ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আধিপত্যের প্রতিবাদে এই সিদ্ধান্ত নিয়েছেন।
মেহেদী সজীব, যিনি সংগঠনটির যুগ্ম আহ্বায়ক ছিলেন, জানান যে, ঢাকা ও ঢাবিকেন্দ্রিক ফ্যাসিবাদী মনোভাবের উত্থানই তার পদত্যাগের কারণ। তিনি বলেন, যতদিন না সংগঠনের সদস্যরা এই মনোভাব থেকে বেরিয়ে এসে বিকেন্দ্রীকরণের দিকে মনোনিবেশ করবেন, ততদিন তিনি তাঁদের সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক স্থাপন করবেন না।
অন্যদিকে, সালাহউদ্দিন আম্মার, যিনি যুগ্ম সদস্যসচিব ছিলেন, বলেন, শিক্ষার্থীদের অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখেই তিনি পদত্যাগ করেছেন। তাঁর মতে, সংগঠনটি যদি সর্বজনীন হতে পারত, তবে শিক্ষার্থীদের সমর্থন পেত, কিন্তু বর্তমান অবস্থায় তা সম্ভব নয়।
উল্লেখ্য, গত বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতার নেতৃত্বে ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’ আত্মপ্রকাশ করে এবং এর কেন্দ্রীয় কমিটিতে মেহেদী সজীব ও সালাহউদ্দিন আম্মার নাম ঘোষণা করা হয়। তবে, কয়েক ঘণ্টার মধ্যেই তারা পদত্যাগের ঘোষণা দেন।
আপনার মতামত লিখুন