৮৮১ শহীদের মধ্যে ৫৮১ জনের পরিবার মামলা করেনি।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৩০ অপরাহ্ণ
৮৮১ শহীদের মধ্যে ৫৮১ জনের পরিবার মামলা করেনি।

জুলাই গণ–অভ্যুত্থানে শহীদ ৮৮১ জনের মধ্যে শুধুমাত্র ৩০০ জনের পরিবার মামলা করেছে, বলে জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। বাকি ৫৮১ জনের পরিবারের সদস্যরা জানিয়েছেন, অজানা ভয় ও হুমকির কারণে তাঁরা কোনো আইনগত পদক্ষেপ নিতে পারেননি।

আজ সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমএসএফ এই তথ্য তুলে ধরেছে। তারা জানায়, গত বছর জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের জুলাই মাসে কোটা সংস্কারের দাবিতে ছাত্ররা আন্দোলন শুরু করে, যা পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ক্ষমতাসীন দলের অঙ্গসংগঠনের সহিংস আচরণে পর্যবসিত হয়। এই আন্দোলনে ৮৮১ জন নিহত, ৭,৮৭৩ জন আহত এবং ১১ হাজার ৩৪৮ জন বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এছাড়া, শহীদদের মধ্যে ৫৬৮ জন শিক্ষার্থী, ১৬৪ জন বিভিন্ন পেশাজীবী, ৮৫ জন ক্ষুদ্র ব্যবসায়ী এবং ২৩ জন বেসরকারি চাকরিজীবী ছিলেন। নিহত শিক্ষার্থীদের মধ্যে ১০৬ জন মাদ্রাসার, ১৩৬ জন প্রাথমিক ও উচ্চবিদ্যালয়ের, ২৬৫ জন কলেজের এবং ৬১ জন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।

এমএসএফের অনুষ্ঠানে শহীদদের স্বজনরা বলেন, তারা সুষ্ঠু বিচার না পাওয়ার আতঙ্কে দিন কাটাচ্ছেন এবং দ্রুত বিচার দাবি করেছেন।